বুকের ব্যথা বাড়ছে, সহসা কেউ নেই
দু'চোখে ধোঁয়াশা...
রাস্তার ধূলোয় টাকি মাছ ধরে কে ?
পুকুর-নদী জলে একাকার...


পুরোনো এক দালান, একসাথে বাস
ফাটলে বটগাছ, মাকড়শা জাল
দাঁড়ানোর জায়গা কোথায় ?
আকাশ জুড়ে মেঘ...
পা বাড়ালেই অথৈ জল


লম্বা একটা জীবন, ধূসর ছায়াপথ...
পিছু ডাকে । ম্লান হয় । ভেঙ্গেচুরে খানখান


জেগে উঠো সোনার চাঁদ,
পাখি ডাকা ভোর, কোথায় পাবে !