কবে বুঝবে আমাকে, সোনা ?
জ্যোতিষ বলে, ভাগ্য রেখা মিলন মেলা ।
নীল নদ পার হয়েছি, ধূসর মরুভূমি
হাঁটতে হাঁটতে ক্লান্ত একা...
বাঘিনী অন্তর, আগুনঝরা চোখ
           নামাও
প্লিজ, নষ্ট করোনা দুধে আলতা সময়


এই তো আকাশ । নরম মাটি । ফসলের মাঠ
শাড়ির আঁচলে মায়া লাগাও
টলটলে চােখ । কাজল কোথায় ? নেশা...
অন্তরে সবুজ প্রেম । কাছে আসব ?


আরো একবার বলো, আহ্লাদী-
আমাকে লুণ্ঠন করোনা সোনা !