লম্বা একটা প্রেমের কবিতা
ধানসিঁড়ি নদী, সোনালী পাড়
ডাকাতিয়া চোখে দৃষ্টি বিনিময়
বাতাসে শাড়ির আঁচল উড়ে...
হাজার বছর ধরে খুঁজে ফেরা মেঘবতি
নদীর ঢেউ-এর মতো নীল লজ্জা


কোথায় তুমি, সিংহল সমুদ্র থেকে মালয় সাগর...


ভালোবাসা বড্ড ন্যাকা এখন
মন চাইলেই উদোম শরীর, বেহায়া
ভার্চুয়াল স্তন, গলে যাওয়া বরফ কুচি


লম্বা একটা প্রেমের কবিতা
শিহরণ জাগানো সুখ পাখিটা
কুঁড়ি থেকে ফুল ফোটানো, তারপর
সাধের ফল, রয়ে যায় অধরা !