দু'তলার হাজী বাড়ি, পুকুর পাড়ি দিয়ে যাই
রোদের কিরণ পড়ে ঝিকমিক করে পানি;
ধূলোমাখা রাস্তায় দাঁড়িয়ে আছে তামান্না
                    পরীর মতো
কয়েকদিন হলো এসেছে, শহুরে মেয়ে,
                   আগে দেখিনি
মন চায় ছুটে গিয়ে এখনি বলি...


দু'তলায় বন্দুক আছে, রাতে গুলির ভয় !


সারা গ্রাম ঘুরে ঘুরে বোয়ালিয়ার বিল
সেতু পার হলে কাঁটাখালির মাঠ;
বাবু, মামুন, শরীফ-তোরা যা


আমার কিছু ভাল্লাগেনা !