নদীর স্রোতে ছায়া, সাঁকো পাড়ি দিয়ে যাও
দুই মাইলের দূরত্ব । জলকে স্পর্শ করে বলি-
তোমাকে কে পাঠিয়েছে ?
                 কেউনা
ওপারে সদর রাস্তা, দৃশ্যহীন !


সন্ধ্যাগুলো স্বপ্নের মতো, প্রায়'ই দেখা হয়
পাখির ঠোঁটে কিচিরমিচির, কথার কাকলি,
উড়বে তুমি ? কবরস্থানের মতো নিরবতা !


কাশেম আসমত শিপুল- তোরা কি প্রবোধ দিবি আমায় ?


জ্যোৎস্না রাতে রজনীগন্ধার মিষ্টি ঘ্রাণ
শুয়ে শুয়ে আকাশ দেখি
একটা পরিপূর্ণ ভোর আসবে
তার আগে আবেগের মাঠে ফসল কাটা শুরু


ওপারে ওরা অপেক্ষা করছে...
আমাকে এখনি বেরিয়ে পড়তে হবে !