দারিদ্রকে বলো, সোনার মুকুট
উদার আকাশে বিদ্রোহী বুকের পাটা
বিষের বাঁশি বাজাও বাঁধনহারা সুরে ।


ভৃগু ভগবান, এখনো ভয়ে কম্পমান
কারন, আমার আছে শিকল ভাঙ্গার গান,
মা মাটি দেশ-তোমাকে জানায় প্রণাম ।


কতটুকু জল হলে, বলো একটা সাগর হয় ?
এক ঘটি নয়, আরো দশ ঘটি নাও
                      জল ফুরাবেনা
বিদ্রোহটুকু শুধু রেখে দাও, অধিকার হারাদের জন্য


সোনার বাংলাকে খামচে ধরে, কেউ পার পাবেনা ।



(জন্মদিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে)