আপাতত দফা তেরো,
বাকী আছে বাগানবাড়ি, সুশীতল ছায়া
হরিণের মৃগনাভি কুস্তুরী, জর্দ্দা দেওয়া পান,
-এগুলোও সংযোজন হবে ধীরে ধীরে ।
ভাঙ্গা কাঁচে পা কেটে, ময়লা কাপড়ে শাহানা
শরীরে ঘামের দূর্গন্ধ, জানেনা
ওর রোজকার শ্রমের একটা অংশ যাবে তেরো দফায় ।


কৃষক ছাদেক আলী, ড্রইভার গনি মিয়া, পিওন আজিজ
রিকশাওয়ালা মতি, শ্রমীক কালীপদ, কেউ বলেনি-
তেরো দফা সুবিধা পাশ না করলে
বাংলার ঐতিহ্য চিরতরে বিলীন হয়ে যাবে ।
তবু সাগর ভাসা মানুষ বাঁচানোর চেয়ে
ওটা পাশ করা জরুরী !


থাইল্যান্ডে গণকবর আবিস্কার-পুরানো খবর
মালয়শিয়ায় গণকবর আবিস্কার-ধারাবাহিক অনুসন্ধানের ফল
জীবিতরা চিৎকার করছে-কানে তুলো দেওয়া ।


মৃত কংকাল কোনদিন গণভবন পাবেনা !