ললাটে বিলীন হও খেপা বাউল
আমি আর রাগ করবনা,
লাগাম ছেড়ে দেবে ? দাও
পৌষের ভোরে কুয়োর জলে গোসল দেবো
ঠান্ডা মাথায় যদি পাই প্রেমানন্দ, রাত্রি-নিশীথ !


তুমি যতই হও ঠোঁট বাঁকা
খুঁচিয়ে খুঁচিয়ে কাছিম মারা,
আমি হবো ঠোঁটকাটা, নির্লজ্জের একশেষ !


তবু তোমার-আমার যুদ্ধটা এবার থামা দরকার ।