ছন্দহীন ইচ্ছেগুলো, আমার সাথে বসবাস
ভাঙ্গলে আমি ভাঙ্গে ও, জাগলে বারোমাস


এক জীবনে ধন্য হওয়ার ইচ্ছেটুকু প্রবল ছিল
শূন্য দিয়ে যাত্রা শুরু, বাড়তি মায়া ছুঁয়ে দিল


ফুল দিতে পারিনি বলে মাটির ঘ্রাণ দাও
তৃতীয় চোখ এনে দেবো, চুপটি করে নাও


অভিমানে ভাঙ্গো হাড়ি, তরকারিতে নুন
পান খেয়ে গাল পুড়িয়ে করোনাকো চুন


ইচ্ছে-নদী নিরবধি, সাগর পানে ধায়
বুক ভরা তরঙ্গ তার ভালোবাসার নায়


চলো দু'জন ভেসে চলি, ইচ্ছে-নদীর জলে
এক জীবনে ইচ্ছে পূরণ, সব অভিমান ভুলে ।