সারারাত জেগে থাকা, চোখের পর্দা ভারী
চাঁদের আলোয় ছড়িয়ে পড়ে জ্যোৎস্না
অন্তর জুড়ে কার হাহাকার ? সিজদার পর সিজদা...
তোমার হাতে ভাগ্য আমার সঁপে দেওয়া
হাঁটছি আমি, অজান্তে বেলুন ফুটা !


লোভের নদীতে গোসল করে শুদ্ধাচারী
আসমান-জমিন চিৎকার করে জানিয়ে দিই
আমার মতো মহান, আর কেউ আছে কি ?
কাল-কেউটে, অন্ধকারে ছোবল দেয়া
স্ব-জাতিকে চিবিয়ে খেয়ে, জবরদস্ত ক্ষমতার !


করুণা তোমার, মিনতি আমার...
মেলে দাও শুভ্র ডানা, শুদ্ধ করো
সবুজ বাংলা হোক বিবেকের হাট


মানবতার পসরা সাজায় মহিমান্বিত রাতে !



(আজ শবেবরাতের পবিত্র রজনীকে সামনে রেখে)