সকাল ৯.২৫ । নবীনগর-গাবতলী হাইওয়ে বন্ধ
আকাশ গলে ঝরে পড়ছে জৈষ্ঠের ঠা ঠা রোদ
কাঁঠালপাকা ঘরমে শরীর ভিজে ছপ ছপ
ফাকা রাস্তা, সবাই হাঁটছে...
পঁচাত্তর বছরের বৃদ্ধা, মাজা বেঁকে লাঠিতে ঠক ঠক
মা মরা এক যুবকের মুখে পাহাড় ভাঙ্গা দুঃখ
দীর্ঘ পথ, পায়ে হেঁটে পৌছানো অসম্ভব !
উপায় কেবল অপেক্ষা । ১১.৩০ ।
স্মৃতিসৌধ পরিদর্শন শেষ ।


তোমাকে স্বাগত জানাতেই হয়, হে বন্ধু !
ভুলে গেলাম রোদের উত্তাপ, পায়ে হাঁটার কষ্ট
মনে করো এ আমাদের আতিথেয়তার হীরক-দীপ্তি !


একদিন সংখ্যালঘু রক্তে ভেজা হাত
আজ গণতন্ত্রের কান্ডারী, কী মহান !
কত সহজে জয় করেছো সারা ভারতবাসীর মন !
তোমার ন্যায্যতা ও উদারতা ঠুটো জগন্নাথ নয়
ট্রানজিটের বিনিময়ে সীমান্ত চুক্তি,
নিরাপদ তোমার সেভেন টাইগার্স !


প্লিজ, তিস্তা চুক্তিকে আর অন্ধকারে রেখোনা


যদি গণতন্ত্রের সুরতহাল রিপোর্ট দেখতে চাও
দেখাতে পারি । তার আগে বলো-
কোন দলের নয়, বাংলাদেশের বন্ধু হতে পারবে ?