কতটা বয়স হলে বুকে তাজমহল গড়া যায়
মমতার ঠোঁটে এঁকে দেওয়া যায় চুন-কালি !
জানা আছে তোমার, লজ্জার ঘাটে সাঁতার ?


হাতে কাস্তে-কোদাল, শরীরের ঘামে নুন
শত বছরের ঐতিহ্য, সোনার মানুষ;
নদী, মাঠ, ফসলের চোখে আকাশ
হাট-বাজার, হাজার মানুষের ভিড়
প্রতিদিন ভালোবাসা নিয়ে বাড়ি ফেরা ।


স্বচ্ছ নদীর জলে এখন শুধুই পঁচা শামুক
হাঁটুজলে নেমেও যাওয়া য়ায়না ভবানীপুর,
স্নেহের বুকে বিষকাঁটা, ঐতিহ্যের খুন


বন্ধ ঘর, অন্ধকারে কেবলি ম্লান হয় মুখ !