সকালের কড়ারোদে পিঠ চড় চড়, হাটছি...
জৈষ্ঠ মাসের দাঁত বের করা রূপ, অস্বস্তি
রাস্তার ধূলোয় নোংরা শার্ট, জুতো, শ্যাম্পু করা চুল;
কমপ্লিট মেকাপ দেওয়া মুখ, স্মার্ট সুন্দরী
ঘেমে নষ্ট হওয়া সাজু-গুজু, অবস্থা বেহাল !


প্রকৃতির মতো পত্রিকার পাতার রিপোর্ট: খরা
রুক্ষ আকাশ, বৃষ্টি কম হবে এবার, কারন...


মেঘের চোখে আকাশ দেখছি, যখন প্রকৃতি উদার
জানালা খুলে দিলাম । বৃষ্টি হচ্ছে । ঝুম বৃষ্টি...
ভেজা আকাশ, গাছগুলো কী সবুজ !


বৃষ্টির নোলকে একটা মনোরম বিকেল
আদিগন্ত রূপ ছড়াও, আজ সাঁতার দেবো !