মাটিতে হোঁচট খায়, চোখে-মুখে অন্ধকার
ঘর কি কাস্টডি ? কৈতরী সংলাপ...
জেরায় জেরায় কুপোকাত, রঙচটা ইচ্ছে


সোহাগী আহলাদ-তুমি কোথায় ?


জল পড়ে পাতা নড়ে...
খবরের কাগজ জুড়ে সস্তা বাজার
অথচ হেলমেট ছাড়া ঘুগনিভাজা মাথা,
আলু পটল পিয়াজ রসুন থাকতে
চোখ পড়ে চর্বিওয়ালা গরুর সিনার উপর ।
দিদিকে বলি ইলিশ নাও, বিনিময়ে গরু ।


সকাল বেলায় ফিটফাট বাবু, বিকেলে মুখভার
কাজের ভুল নাকি শোষণের শাসককুল ?
পা চলেনা । দশদিনের মাইনে কাটা !


ভেতরে ক্ষরা নদী, বাইরে ছাতিমফুল !