প্রেমানন্দ, তোর কোলে মাথা রেখে
             বিকেল পার
কালো চোখ, পুকুরের জলে ছায়া
সহসা কারু দেখে ফেলার ভয় !


বুকের উঠা-নামা কিছুতেই থামেনা
হুডতোলা রিক্সা, কখনো লম্বা রাস্তা...
লাইব্রেরীতে সিকি-আধুলির স্মৃতি
আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে শান্তির ঠিকানা


চোখের নদীতে ঢেউ, বাতাস প্রবল
হাইহিল জুতোয় দৌড়ানো কঠিন,
ব্যস্ত শহরে বালিহাঁস ভাসা...
সন্ধ্যে হলে বাড়ি ফেরা কাবুলী !