শিকড় আরো জল চায়
শাখা-প্রশাখায় জমেছে ভালোবাসার সবুজ
দূরে মটরযান, মাথার মধ্যে অনবরত ভু ভু...
নতুন কাপড়ের গন্ধে হারিয়ে যায় মন
কখন আসবে তুমি ?


মা-বাবা-অপত্য স্নেহ, যখন আকাশ নক্ষত্রের হাট
রাত হলে চেয়ে থাকা উদাস দৃষ্টি !
তখন আলো যার হাতের মুঠোয়
দাম দাও হে নাড়িছেড়া বাছাধন !


রাশি রাশি সম্পদ, চাকর, মোসাহেব, চাটুকার
চোখের ইশারায় বান্দা হাজির, ঝাড়বাতিতে বেহেস্তিফুল
অথচ একটা ডাক-এর অভাব, হয়না পূরণ
বৃথা হয় সোনার পাহাড় । ঝরাপাতা চোখ !


তবুও যেতে হয়; আকাশ, নদী, জল, মাঠ পেরিয়ে
থৈ থৈ ভালোবাসায়, দিগন্তের হাত ধরে,
নাড়ির টানে আনন্দের ঈদকে সামনে রেখে !