বাতাসে বৃষ্টির কণা, জল ছুঁয়ে দেয় মুখ
বেরুবে কোথায় ? নামাজ শেষে ঘরবন্দি !
এক মাসের পরিকল্পনা, ছুটির ইমেজ
শিশুর আবদার, প্রিয়তমার সাজুগুজু
রূপের আয়নায় ঝিলিক দেয়া মুখ
- সব যখন বর্ষার জলের মতোই থৈ থৈ
তখন হাতে আছে মোবাইল, টিভি, ফেসবুক
আর আমার মতো কেতাদুরস্ত কবির
             বাংলা কবিতা
ছন্দের মিল ছাড়া এক গদ্য কবি !


ঘি-এ ভাজা লাচ্চা সেমাই - ঘি নেই, শুধু ফ্লেভার
সোনার বাংলার এগিয়ে যাওয়া, ডালমন্ত্রী থেকে রসুনমন্ত্রী
পাউরুটির মতো ফোলা গাল, ভরা কলসী পেট !


ঈদের দিনে প্রেসক্লাবের সামনে কিসের ভিড় ?
লাল পতাকায় অভুক্ত মানুষ !‍
"আমার তিন মাসের বেতন-বোনাস দে" ।