কথা হবে । রাত ২.৩০...
যন্ত্রহীন তারবার্তা, ইথারে মৃদু কম্পন
আধুনিক সভ্যতায় লিখে রাখো শিলালিপি বিবরণ,
বুকের নদী যখন সাগরে থৈ থৈ...
প্ল্যানচেটে ঘুমন্ত আত্মা,
সোনার কাঠি নিয়ে বসে থাকো রাজকুমার ।


বাবলা বনের ধারে বাঁশি বাজাব, নিশূতি;
রাজ্যের যত অনাথ শিশু, অসহায়, নির্যাতিত প্রজা
পাথরচাপা বুক ? অভিশাপ দিওনা !
মুন্ডুকাটা হাড়গোড়, জমজমাট ব্রোকার । রাত ২.৩০


লেটনাইট নিউজ শেষ, দীর্ঘশ্বাসে ফেরারি আত্মা !