ঠান্ডা, সর্দিজ্বর, বিছানায় পড়ে থাকা,
কতদিন পরে দেখা-মনে পড়েনা
ঘোরে-বেঘোরে সারারাত মা মা বলে চিৎকার,
স্বপ্নে মা আসে, দু'হাতে আদিগন্ত স্নেহের পরশ !


সরিষা তেলের শিশি নিয়ে বসে আছে
প্রিয়তমা পত্নী, নির্ঘুম রাত আরো দীর্ঘ হয়,
হাতে-পা এ নিরন্তর তেলের প্রলেপ !
শীতে কুকড়ে যাওয়া শরীর
বাইরে অঝোর ধারায় শ্রাবণের বৃষ্টি,
রাত শেষ ।
জীবনের বালুকাবেলায় আছড়ে পড়ে ঢেউ !


অপেক্ষা করো কর্মদেব, আমি এখনি আসছি...