লোহা, গ্রিল, ইট, পাথরের নাগিরক ধ্বণি,
শুভ সকাল বলার আগেই ট্রাফিক সিগনাল,
লালবাতি আর হাজারো জনতার ভীড় ঠেলে
খুঁজি তুলসিতলা !
এটা কি কোন সময় হলো ?
প্রদীপের নিভে যাওয়ার মতো চলে যাওয়া !


আকাশ মেঘে মেঘে কেন এত হুলুস্থুল ?
শাওন কি আর আসবে না ?
আসবে ।
অঝোর ধারায় বিরহী কুহু-কেকার একলা ঘরে !


বাইশ বছরের জমানো খড়-কুটো
পাখনার সাথে পাখনা মিলিয়ে
গ্রাম, নদী, শহর, জনপদ পাড়ি দেওয়া
- আর হবেনা !


দীর্ঘশ্বাসে ভালোবাসা, সুখে থেকো পরমাত্মা !



প্রিয় বৌদি রত্নারাণী দাস এর আজ অকাল মৃত্যুতে, প্রিয় মানুষ, দাদা হিরালাল দাস এর শুরু হলো একলা চলার দিন ! আমার আজকের লেখাটি প্রয়াত বৌদির স্মরণে ।