রোগ, শোক, তাপ, ঘৃণা - উগরে দিয়ে
কলাপাতার ছেড়া পাল এখন বাতাসে উড়ছে...
নিশানা চরমপত্র । ঢাক-ঢোল পেটাবে
ভাড়াটে খোশ আমদেদ, দিগম্বর হও, দেখা হবে গভীর রাতে
শাহবাগ থেকে কিছুদূরে, নির্জনে ।


তৈলাক্ত রশিতে তোকে ঝুলানো কত সহজ !
বাঁকা মুখ আর অসহ্য বডিল্যাংগোয়েজ - অনেক সয়েছি ।


কিছু রঙ ছড়িয়ে থাক টয়লেটের কার্ণিশে, ময়লার ড্রেনে;
মেথরপট্টি দীর্ঘজীবী হোক, ইতিহাসের আবর্জনা পরিস্কারে
একদিন তোমরাও সহযোদ্ধা হবে ।