মেঘ সরে গেছে
সোনালী রোদ হাসছে কাশফুল চোখে,
আজ নয় দিয়াবাড়ি, থার্ড স্কয়ার রেস্টুরেন্ট
লেকের জলে স্পিডবোট, ক্যামেরায় ক্লিক ক্লিক
বুকের বোতাম খুলে দিয়ে বাতাসের ঢেউ,
নির্লজ্জ শরীর কথা বলুক কাশবন আড়ালে ।


বেড়িবাঁধের চোখ ফাঁকি দিয়ে, চল বিরুলিয়া ব্রিজ
লম্বা-দীর্ঘ, দু'পাশে জল, দৃশ্যের পর দৃশ্য
ওপারে সরু রাস্তা, লালমাটি, ঘাসের আবাদ
ব্যস্ত শহরের উত্তাপ ছেড়ে গাঁয়ের পথ


শেষ বিকেলে রমিজ চাচার গাছের কাঁঠাল
লাল মাটিতে বাড়তি স্বাদ, মিষ্টি, কোয়ায় ভরপুর !‍