মাঝে মাঝে সবকিছু ভুলে যাওয়া ভাল-
মাথাধরা, বুক ধড়ফড়, দু'চোখের অন্ধকার
শ্যামল একটা নদী, ওপারে স্বপ্ন, হাত ধরে পার হওয়া;
কোকিল কি ডেকেছিল, কাছাকাছি কুঞ্জবনে ?


রাত গভীর, মাথার উপর ফ্যান ঘুরছে, শরীর ঘেমে অস্থির
ভয় কিসের ? বেশ তো এগিয়ে যাচ্ছে জীবন...
সকালে ক্লিন সেভ, মাড়ভাঙা পোশাকে নিপাট ভদ্রলোক
সারাদিন সফলতা ফেরী করে বাড়ি ফেরা,
নীল দরজা প্রতিদিন একটু একটু করে সোনালী হচ্ছে
না দেখলেও চাঁদ উঠছে এবং হাসি ছড়াচ্ছে...


তবু কুকুরের মতো ঘ্রাণ শুঁকে শুঁকে কেন যে বিষন্নতাকে খুঁজি !