ওর কথা আর বলিসনারে
দেখলেই গা জ্বলে যেত,
শক্ত-সামর্থ গুন্ডা একটা, মাস্তানি ভাব
বলে, একদিন পলিটিক্যাল ফিগার হবে,
বাপের অঢেল টাকা, সারা কলেজ
দাপিয়ে বেড়াত । আমাকে বলে কিনা...


রাগে, ঘৃণায় সারা শরীরজুড়ে ওয়াক থু
গুল্লি মারি তোর বাপের পয়সায় !
ওর নরম চোখের দৃষ্টি আর অমায়িক ভদ্রতা
আমার কাছে সে কিযে নতু নতু একটা ভাব !
বলি, ওর অতিরিক্ত বেপরোয়া হওয়ার খবর
আমি কেন রাখতে যাবো ?


সেই এলোপাথাড়ি পাগলা কানাই
খুনের মামলায় দশ দিনের রিমান্ডে,
চলছে স্বীকারুক্তি আদায়, চোখ বেঁধে নির্যাতন;
ও খোদা, আমি আর ভাবতে পারছিনা !
এসবই কি বিরোধী রাজনীতির ফাঁসানো কেস ?


যাই বলিস, এখন মনে হয়
ওকে আমি ফেরাতে পারতামরে !