নেমে গেছে বন্যার জল
কাদা, বালি, ঝিনুক ফুড়ে মুথা ঘাস
মাথা উঁচু করে দাঁড়াতে চায় হলুদ,
হিম সন্ধ্যায় ভাবনার কাতুকুতু...


মাধবী ঠিক এখানেই দাঁড়িয়েছিল
খেয়ালি বাতাসে বেপরোয়া চুল,
বার বার সরিয়ে দিলাম আলগোছে ।


নদী, আর কতটুকু মরে গেলে
বলো, আমি পার হবো হাঁটুজল !


মাধবী ঠিক এখানেই দাঁড়িয়েছিল
একদিন ভর সন্ধ্যায় উথাল-পাথাল,
অথচ, মাপা হলোনা বুকের গভীরতা !