১)
নৌকোর খোলে স্বাধীন বাক্স
ভেতরে কড়কড়ে মুক্তিযোদ্ধা,
জয় বাংলায় চারিত্রিক সনদ
চাকুরি, মাস গেলে ভাতা...


জন্ম হোক যখন-তখন, মুক্তিযোদ্ধা পাকা !


২)
হাতিয়ার নেই তো কি হয়েছে ?
লাঙ্গলের ফলায় দিলাম ভুজালি !
কছিমুদ্দির ভাঙ্গা শরীর, উত্তেজনায় তাগড়া;
তুলে রাখা ফলাটা তাঁর অহংকার !


তবু ভয়, ফৈজা ট্যাঁরা শাসিয়ে গেছে
সাবধান ! কথা না শুনলে বানিয়ে দেবো
                      এক্কেবারে রাজাকার !