স্বপ্ন ভেঙ্গে ভেঙ্গে পার হই সাঁকো
সারারাত মাথাধরা । ভয় । আতংক...
নদী হলো পথ, পায়ের চিহ্ন, দিনান্তের হাসি


হঠাৎ ঘুম ভেঙ্গে জলের গেলাস, ঢক ঢক...
না, সাঁকোটা তাহলে ভাঙ্গেনি এখনো !


কারা গোপনে পাড়ি দিচ্ছে স্বদেশ ?
পড়ে থাক লম্বা গলা, ঝাঁঝ, কাঁকড়ার খোলস !
এবার কি লে-আউট ? নাকি বন্ধ ? তারপর বেকার ?


শূন্য হাড়ি, ঝলসানো রুটির জন্য হাহাকার !
কাকে বলি, এক ফোঁটা গণতন্ত্র দে হারামজাদি,
নয়তো গরম তেলে ঘুঘনি ভাজব বুকের পাঁজর !


কাকের উন্নয়ন বিষ্ঠায়; ডাস্টবিন কর্তৃপক্ষ ।