ভিড় ঠেলে ঠেলে ফুরিয়ে যাচ্ছে সময়
কথা ছিলনা, তবুও যেতে হবে এখন
রোজ রোজ সকাল বেলার ইষ্টিকুটুম ।


রাত ৯টা, চোখে-মুখে ধোঁয়া...
রাস্তার পাশে ঘেয়ো কুকুর,
একহাতে খাবারের বাটি, অন্য হাতে জীবন
ব্রেক ফেল করা, মুড়িঘন্ট হলে
                 রাস্তার মরা বেওয়ারিশ
দাফনে আঞ্জুমান মফিদুল ইসলাম ।


সাধের লাও তোমার, ডুগডুগিও তুমি বাজাবে
আমি হলাম তিন পয়সার কানা,
সস্তা একটা ভাঁপা পিঠায়, অনায়াসে
কাটিয়ে দিতে পারি আস্ত একটা দুপুর


বলো, আমাকে তুমি কোথায় নিয়ে যাবে ?