রাফ খাতায় লেখা কবিতা
প্রতিবাদ নয়, ঝাল-মুড়ি, ছল-ছুতোর খেলনা;
অনায়াশ রাজ্যপাটে মন্ত্রির হুংকার-
মানুষ পেটানোর মজাই অালাদা !
ধূলির ধরায় ভিক্ষা চাও ?
                সবাই অন্ধ খোঁড়া বোবা...


গ্রাম উজাড় করে পুরুষশূন্য খেলা
বিরোধী ছাল-বাকলা উপড়ে ফেলো;
গেদু ভাই'ই হবে এবার জনপ্রতিনিধি
মুক্তিযোদ্ধার সনদ যোগাড় করা সোজা !


জুমার নামাজে কোন সমাবেশ নয়,
তবু কুকড়ে যাওয়া হুজুর ! মাইক দিবিনা ?
ভোট চায়না, দোয়া চায়, শুধু দোয়া


রাফ খাতায় লেখা কবিতা, প্রতিবাদ নয়
প্রকাশ করলেই নন্দিত ফুলেল শুভেচ্ছা-


বালতি মিজানের নিশানা কিন্তু মিস হয়না !