তুমি ছাড়া কনডেম সেল, ফাঁসির আসামী
একা একা মরতে ভাল লাগেনা;
শেষ দিনগুলো কেমন ছিল, শেষ বিদায় ?
মনে পড়েনা ।
আহত পাখির শরীরে ক্ষত, পাখায় রক্তের দাগ
নির্মল চোখে বেঁচে থাকার অনুনয়
শেষ বারের মতো খড়-কুটো, খাবার, প্রজন্মের দায়
বাতাসে আর্তনাদ; আর ফেরা হলোনা বাসায় !


গল্প কি এখানেই শেষ ? ফুল বানুর চোখে জল,
আকাশে ধোঁয়া, কিছু দেখা যায়না
না মেঘ, না নীল, না শূন্যতা !


যে পাপে হত্যা, বদলা, জিঘাংসা
তার উত্তর হয়ত খুঁজবে যুগ পরম্পরা...


কনডেম সেলে একা; ফাঁসি হতে আর কত দেরি ?