শীতের দুপুর, পাতা ঝরে আনমনে
চাদরমুড়ি দিয়ে বসে আছি হাপিত্যেশ;
আরেকটু উষ্ণতা চাই, চুড়ি ভাঙ্গা হাসির মতো
সোনার ঘড়ায় বরফ নদীতে আগুন;
যতই বলো কিছুতেই নেভাবোনা


কখন আসবে তুমি ?
পাতা ঝরা দুপুর গড়িয়ে বিকেল,
রাত পোহালে বসন্ত, যৌবন ।


এখনো কিছু স্বপ্ন রেখেছি জমা ।