এক হাতে বয়সের লাঠি, অন্য হাতে তসবি
ঘোলাটে চোখে জীবন চলেছে হেঁটে...
উপরে অসীম আকাশ, নিরাকার বিধাতা ।


লেকের পানিতে শেওলা, তবে রাস্তাটা মন্দ না
সান্ধ্য ভ্রমন, জানিনা কতদূর যেতে পারব !


এটাই তো নয় মাঘ মাসের শেষ বিকেল;
অভিজাত এলাকা, ঢাকা শহরে দুটো বাড়ি
রমরমা ব্যবসা, ব্যাংক ব্যালেন্স, ব্যস্ত সেলিব্রেটি
মুহূর্তে গাড়ি হাকিয়ে উপস্থিত সভা-সেমিনার,
সকাল দুপুর রাত, একদম সময় নেই
৯টা ১০ এ বোর্ড মিটিং, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- হারিনি, হারতে জানিনা, তবে ?


রাত হয়ে আসছে, বাড়িতে ফিরতেই হবে এবার ।