ঝরা পাতার চোখে
শুকনো ডাল-পালা, কাঁটায় ভরা;
ভয় করে তবু তাকিয়ে থাকি
প্রখর রোদে যেন এক চিলতে ছায়া ।


মুখ বাঁকিয়ে আচার খাওয়া
কত স্বাধীনভাবে অবহেলা করা কিংবা
অহংকারের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া...
যত দেখি কেবল ভাল লাগে


সুন্দরী কি সাগর পাড়ের উদাস হাওয়া ?


অথচ নদী আছে অন্তপুর
কালো জলে ডুব দিলে সুখনিদ্রা ।