সব দোষ আমার; মেনে নিলেও
যখন আকাশের সীমানা নির্ধারিত
অধরা জ্যোৎনার ফুল, মিল্কি ওয়ে...
তখন বুকের ভেতর কিসের এত আনারকলি ?
ওসব ইতিহাসের খড়-কুটো, জঞ্জাল
নোনাধরা ইট, ঝুর ঝুর...


এই হলো শান্ত নদী, শুভ সকাল,
গরম ভাতে চচ্চড়ি, টক, ঝাল
দই, মিষ্টি আর চিরতার জল;
খেতে খেতেই পার হও
পুকুর, নদী, সাগর অতল...