১.
আমার বুক তোমার ঘৃণার পাহাড়
যখন ঘাস, লতা, পাতাতেও বিষ ।
মেঘেরও কিছু কথা থাকে,
আলো ও শব্দ ব্যার্থ হলে
বৃষ্টি নামে অঝরে...


২.
তিলকে তাল করে ঝানু নারকেল
দুধ-পিঠায় আর পরিবেশন করোনা ।


৩.
পাহাড়টা পেরুলেই খর-স্রোতা নদী
পাথরে জলের প্রবাহ...