১২০ মাইল ঝড়ে দাঁড়িয়েছিল বৈশাখ
জৈষ্ঠ এসে ফল দিয়েছে,
ভাদ্র এখন কাঠ-ফাটা রোদ;
আশ্বিন-কার্তিকে তাই অপারের ভয় !


ওয়ালে ঝোলানো তসবি
খাঁ খাঁ রোদে পুড়ছে শরীর...
প্রার্থনা কি বসন্ত কোকিল ?


সবুজ বাঁচলে আর কিছু চাইনা ।