১.
পথের মাঝে হঠাৎ জবেদার পালকি লাল
নতুন জামাই । মুখে রুমাল । একটা গান-
"এত পানও খাইছোরে জবেদা
         পালকি হইল লালও রে..."


জবেদা কি সত্যিই পান খেয়েছে ?


রূপবতী, তোর জন্যে ভরা গাঙে দিলাম পাড়ি
                   তারপর স্রোতের সঙ্গে বাড়ি !


২.
ইচ্ছে করেই বাইন মাছে ট্যাংরাকাঁটা
আশালতা, তোর জন্যে সাজেদ পাগলা;
ভালবাসতে না পারলে অভিনয় কর,
সাজেদের দূর্দিন !


রূপবতী, তোর চুলের ভাঁজে সকাল-সন্ধ্যা
দিতে চাইনা আকাশ পাড়ি


মাইকওয়ালা আমি, বেশ আছি ।