টানাগদ্যে লেখা তোর চোখ । ফুচকার ভেতর যেটুকু তেতুলজল, তা দিয়ে আর যাই হোক কবিতা হয়না ।  ওদিকে শ্রম অধিকার নিয়ে কারা যেন চেঁচাচ্ছে, দুনিয়ার মজদুর এক হও এক হও । আর অামি চাল, তেল, নুনের সাথে গুলিয়ে ফেলছি ম্যাজিক কয়েলের হিসাব । পাখির ঠোঁটে বসন্ত আসলেই বা কি ? পুরানো গ্রামোফোনে মাল্টিপ্লাস শুষ্কতা, জড়িয়ে যাওয়া কণ্ঠে সা রে গা মা পা ধা নি সা । কখনো বর্ষার আকাশে অনাহুত বৃষ্টির সাথে বিদ্যুৎ এর ঝলক । দরজা, জানালা বন্ধ না করে দিয়ে উপায় কি ?