তুমি যেভাবে ধরে নিয়েছো জলের ধর্ম, উজান ও ভাটির স্থিরতা-তাতে কয়েদি বিশ্বাসকে কেউ নতুন করে হাতকড়া পরাতে পারবে না । তবু রাখালের বাঁশি শুনে কেন যে বুক খুলে হাওয়াকে পাঠায় ! কিছু নিমকষ্টের বনে রাতের আঁধার, ভাটির টানে বয়ে চলা নদী-হাঁটতে হাঁটতে সাদা বকের দেশ । অথচ, তুমি চাইলেই জ্যোৎস্নাপোড়া ছাই নিয়ে আরো একবার হতে পারি চাঁদের পরাগ ।