আকাশ পাড়ি দিতে গিয়ে একদিন বদলে যায় নদীর রঙ । হা-পিত্যেশ আমি, অক্ষত উঠোন খুঁড়ে খুঁজে পাই সোনার ধন । তরমুজঘড়িতে তখন রাত ৯.১০ । বাইরে মুনশীহাওয়ার সাথে চলছে হাড়কাঁপা বৃষ্টি । কে, কাকে স্বাগত জানাতে এসেছে ? পিচঢালা রাস্তা পেরিয়ে কাদার নগরী, আমার সারা শরীর জুড়ে ডোঙ্গাপলিথিন, শীত ভেঙ্গে ভেঙ্গে হেঁটে চলেছি হকদানা ঘ্রান নিয়ে । আমার রাজ্যপাটে যে তখন নতুন মহারাজার আগমন !