তোমার হাতে ফুলের ঘ্রাণ চেঞ্জ হয়, নইলে দৌড়ে রাস্তা পার হওয়ার পর দাঁড়ানো রিক্সাটি কেন জনতার মঞ্চ হয়ে যায় ! যখন বাবুলগাম চোখে আমারও আটকে যায় সুরভি । আর বাহারি, নক্সাদার রিক্সা দেখলেই কি চালিয়ে নিয়ে যেতে পারি আকাশপরী ? তিন রাস্তার মোড়ে গিয়ে যদি দেখি, গলাভাত কাকের শরীরে আরো অনেক ধান শালিকের বাসা, তবে স্রোতের বিপরীতে গুণটানা নৌকাটাও হয়ে যাবে আমাশার নদী ।


তবু মেরুন রঙ শীতের কসমসফুটপাত আর এই নর্দমাঝর্ণার বিবাগি সন্ধ্যার পাশে দাঁড়িয়ে চায়ের সাথে সিগারেটের টান - আমারও ইচ্ছে হয় একটু সুরভি নিতে ।