এক বসন্ত পার না হতেই চান্দিফাটা মেঘ
বাপরে বাপ, বৃষ্টি তো নেই শুধু রোদের উত্তাপ,
কে চায় সজনে ডাটার সাথে কুমোর বড়ি ?


আরে দাও দাও, ভাতের শরীরে আরেকটু ঝোল তরকারী
নইলে লক্ষ-কোটি গোলাপও যে শুকিয়ে চুন !


শুধু বলবে না মোরগগুলো কেন আজ ফার্মেসীর দিকে যায়...