ফুলনদীতে আগুনজল, তৃষ্ণা আমারও ছিল
তুই ন্যাংটো কাউয়া হয়ে গেলেই কি আমি বিছানা পেতে দেব ?
তারপর ঢক ঢক করে শিমুল পলাশ রজনীগন্ধ্যার মদ...
তোর শরীরের বাঁকে বাঁকে বড্ড বেশি যমুনার ভাঙ্গন
অবশিষ্ট ভিটে মানে দগ্ধ বালুচরে ধারালো কাশবন


কেন যে যাস কলাপাতার জল নিয়ে আটষট্টি হাজার গ্রাম ?
বুড়ো আঙুল নিয়ে বসে আছে লেজকাটা শেয়াল;
কলসপেটে তোর যত ক্ষুধা, খেয়ে নে একাত্তরী কাউয়া
বুড়ো শিশ্নে কাঁটাতার বন্ধুত্ব, পাথুরে ঘড়িতে সময় নির্ধারিত


অহর্নিশ জেগে থাক আপেল মামার বোমা মিজান
প্রতি তিন মাসে কি দুই মিশন ? বলো মাশাল্লাহ্ !
ওরা সোনার ধন, দীর্ঘজীবী উন্নয়নে দেয় টেকসই সফলতা


স্বাধীনতা যত মাটির নিচে মা, টিপসহি আর লাগেনা ।