স্বভাব//


সষ্য নেই বলে কেউ আর টুপির খবর রাখে না
কিছু জনপদ আছে ভাল । সবাই ইতর না


পদ্মা পারের কাঠবিড়ালিগুলো বোকাই থাক...


স্বরূপ//


তোমার চেহারাটা তোমার একার নয়
নির্মাতার রূপ আছে আকাশের গায়


স্বপন//


বাবুই পাখি আর লাল মাটির ঘর
চোখের নিমিশে উধাও হয়ে গেল ঘুঘু


শীতল মাটির ঘ্রাণ পাই এখনো..