ইদানিং তোমার পরিবর্তনটা বেশ চোখে পড়ার মত,
এতদিন ব্যাঙের সাথে পা মিলিয়ে
যেভাবে লাফিয়ে লাফিয়ে চলেছো; তা এখন
অনেকটা ভরা কলসীর মত ঠান্ডা ও নীরব । এখন
কথা বলার অাগে মনে হয় নিজেকে একটু বাজিয়ে নিচ্ছো
অার বুঝতে শিখেছো, বর্ষা ও বৃষ্টির পার্থক্য
জলের গতি, ধর্ম, উজান, ভাটি - অনেক কিছু...


যদিও এতে অামি খুব বেশি অাশাবাদি নই; কারন
এই মুহূর্তে অামি শুধু দেখতে পাচ্ছি, একটা সর্ষে ফুলের মাঠ
যার বিস্তৃত দিগন্ত গিয়ে ছুঁয়েছে বসন্ত


তুমি কি অামাকে একটা নিশ্চিৎ বসন্ত এনে দিতে পারবে ?
চোখে শুধু সর্ষেফুল দেখা অামার একদম পছন্দ না !