এক বর্ষায় ফেলে এসেছিলাম পুকুর-পাড়
সেদিন বৃষ্টি ছিলনা, শরীরের ঘামে নোনতা স্বাদ
এখন মেঘ দেখলেই যত হা-পিত্যেশ
কলেজ নেই, করিডোর ছেড়ে কোথায় যাই ?


মহাখালি রেল লাইন । বাসের গেটে প্রচন্ড ভীড়
উঠতে গেলেই টাসকি লাগা, ছাতা কোথায় ?
তিন বছর পর সাত নম্বর ছাতা । হারিয়ে যা...


আকাশ ভেঙ্গে বৃষ্টি আসুক, শরৎ জুড়ে টানা বর্ষা
মানবতাকে বলব, আমরা কেউ নই রহিঙ্গা ।