ভয় করিনা//


পিছনের দরজা সব সময় বন্ধ থাকে
কেবল বখতিয়ার খিলজির নাম শুনলে খুলে যায়


তুমি আর কতটুকু ভয় দেখাবে আমাকে ?
এখনো শান্তির দুত-এ পচন ধরেনি
এক কোপে কাটতে পারি মানবিক লাশ


ব্যাঙের ছাতার মতো যন্ত্রনারা বেড়ে উঠুক...
জাতিসংঘের গায়ে লেপটে দেবো হাগা ও মুত


বন্ধু আমার//


আমারও কিছু কল্যাণকামী বন্ধু আছে
বায়ু ত্যাগেও কী সুন্দর যে সাহায্য করে !


ভেড়ার সঙ্গে বন্ধুত্ব করিনা । মাংস খাই