ষোল নামের মুক্ত পক্ষী
ডানা মেলে আকাশে
ডাকে সে বিজয়ের সুরে
ভেসে বেড়ায় বাতাসে।


মুক্ত পক্ষীর ছিল বাঁধা
সবুজ শ্যামল ঐ ডানা
বলতে পারত না কিছু
উড়তেও ছিল মানা।


পারেনি বেঁধে রাখতে ওরা
মুক্ত নামের এই পক্ষী
ইটের জবাব পাথরে দিয়ে
হয়েছে ধরণীর রক্ষি।


রক্ষা পেয়ে ধরণী আজও
আড়ালে যায় কেঁদে
নিজেরাই এখন নিজের শত্রু
নিজেকেই রেখেছি বেঁধে।


ত্রিশ লক্ষ দুই এর ত্যাগ
আমরা গেছি ভুলে
তেলে চুলে তেল দেই মোরা
মরে কামার কুমোর জেলে।


প্রত্যয় হোক এখন আমাদের
লড়ব আমরা সবাই
গড়বো মোদের সোনার বাংলা
হবো আমরা আমরাই।



কবিতাটি আমার প্রথম সারির।কবিতাটি একুশে সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয় ডিসেম্বর-২০১৬।