কোন সীমা-পরিসীমা আছে নাকি কষ্টের শীরের ঘামে
দুঃখ-বেদনা, যন্ত্রণা-বঞ্চনা ডাকা হোক যে-ই নামে।
জোরে হাতে তালি বাজার কষ্ট পন্ড তখনই হয়
যখন আনন্দময় মুহুর্তগুলো ডেকে আনে পরাজয়।
আশা-ভরসা, দুঃস্বপ্নে পরিণত হয় যখন কষ্টের আগুন
পরীক্ষার প্রস্তুতিতে কষ্ট, নষ্ট হয় প্রশ্ন না পড়লে কমন।
দূর্গম পর্বত পেরিয়ে বন-বনানীর পর লোকালয়ের দেখা
অভিযাত্রিক বেশে আনন্দ আছে কি কখনো একা একা?


নাগরিক জীবন, ভারী যন্ত্রণার ট্রাক চাপা, ওয়াসা-ওয়াপদা
পাইপ লাইন, ক্ষত-বিক্ষত রাস্তা, রিক্সাজট ধূলা-বালি কাদা
ভুখার মিছিল, ভাত ছিটলে কাকের অভাব নেই-মানে কি?
পিপঁড়ার সংগ্রাম, গুড়ের খবর মিস্টান্ন ভান্ডার রকমারি ঘি।
দুপুর রাত নির্ঘুম, লন্ঠন-মোমবাতি হাত পাখার বাতাস
আগামী পথে উত্তপ্ত কড়াই, রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস
ললাটের দূঃসংবাদ যদি অখণ্ডিত হয় তবু চেষ্টা ক্ষতি কি
অফিস-আদালতে, চেয়ার-টেবিলে বিদ্যুৎ বিলে ফাঁকি!


খেলায় গণ্ড, গোল খরা আক্রমণ টান টান উত্তেজনা
রেফারি লাইন্সম্যান, আয়োজক ডান্ডাবাহিনীর আনাগোনা
শ্রমিক-মজুর উৎকন্ঠা, বিক্ষোভ গুলি, রক্ত-ঘাম পায়ে ফেলে
কষ্টের আপাত যবনিকা, বেতন-ভাতা প্রশান্তির ঘুম এলে।
দলীয় ক্যাডার, বিনা নোটিশ বরখাস্ত ওএসডি নির্যাতন
অভাব মুক্ত দু’মুঠো ভাত, স্বপ্ন সাধ-এই তো জীবন!