বুকের মাঝে যার লাগি সদা চিন চিন করে
যুক্ত হতে নানা বাহানা ভালবাসার কক্ষপথে,
রক্তকরবী চুলের খোঁপায় গুজানো দেখতে
বাহারী ফুলের সুবাসে মনটা চলে যায় উড়ে।
একদিন কথা হবে ফুলশয্যায় যুগলবদ্ধ হয়ে
পাশাপাশি রবো গোলাপ কুঁড়িতে ফুল ফোটাব
অজ্ঞাতসারে কভুও মর্মবেদনার কিঞ্চিত অনুভব
ধৈর্য-মগ্ন নীলমনা কখনো যায় কোথা হারিয়ে।


কোন্ সুদূরের উদাস বাঁশির সুর লাগে নিষ্প্রাণ
ঝির ঝির বাতাস বয়ে যায় গাঁয়ের মেঠোপথ ধরি,
দখিনা হাওয়ায় ক্ষণ গণনা অশেষ সময়ের ঘড়ি
কাছে এসো মনবাগিচায় অনন্ত প্রণয়ের আহ্বান।
প্রিয়া ও প্রেমবিহীন কত দিবস কত রজনী শেষে
তোমার জন্য আছি অপেক্ষমান স্বপ্নিল আবেশে।